পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম উপন্যাস!

 

ছবির লোকটি কে ?


Cuando despartó, el dinosaurio todíva estaba allí.

যদি কষ্ট করে এটুকু পড়ে থাকেন, তাহলে তুমি এইমাত্র আস্ত একটা উপন্যাস পড়ে ফেলেছো! পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম উপন্যাস; নাম El Dinosaurio.

এর মানে হলো-
[When he awoke, the dinosaur was still there]
[যখন সে জেগে উঠলো, ডাইনোসরটি তখনও সেখানে ছিলো]

উপন্যাসটি পড়ে এর প্লট ভাবতে ভাবতে আরেকটা গল্প পড়ার সময় চলে গেলো!
নবম-দশম বাংলা সহপাঠে পড়লাম উমবার্তো একোর লিখা উপন্যাসটি সবচেয়ে ছোটো! কিন্তু কোথাও এর রেফারেন্স পেলাম না! এই ক্ষুদ্রতম উপন্যাসটি লিখেছেন আগস্তো মন্তেরোসো (Augusto Monterroso), মেক্সিকান।
আরও ভালো তথ্য পেলে জানাবেন..

আর ফটোটি দিলাম উমাবার্তো একোর! দেখতে চরম লাগে! ভালো লেগে গেছে

Post a Comment

Previous Post Next Post